বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : মরিগাঁও বিশেষ পকসো আদালত এক কিশোরী ধর্ষণ মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল।
জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে মরিগাঁওয়ের মিকিরভেটা থানার অন্তর্গত এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে গুয়াহাটী নিয়ে গিয়ে কয়েকদিন আটকে রেখে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে তিন ধর্ষণকারীর বিরুদ্ধে। পরবর্তীতে কিশোরীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মিকিরভেটা থানায় ১২১/২৪ নম্বর মামলা পুঞ্জীভূত করেন । এই অভিযোগের ভিত্তিতে রাজিবুল হক, মান্নান আলি ও সামেদ আলি নামের ধর্ষণকারীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশে তিন ধর্ষণকারীর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণসহ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। আর এই তদন্তের উপর ভিত্তি করে সোমবার মরিগাঁও বিশেষ পকসো আদালতের বিচারক অভিযুক্ত তিনটিকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তির নির্দেশ দেন।
উল্লেখ্য, রাজ্যে নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সময়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করেছেন মরিগাঁও পুলিশে।


