আসাম বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগে গীতা জয়ন্তী উদযাপন

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে গীতা জয়ন্তী উদ্যাপিত হলো। মার্গশীর্ষ মাসের মোক্ষদা একাদশীর পুণ্য তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়ে থাকে। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন।  কার্যক্রমে উপস্থিত ছিলেন, সংস্কৃত বিভাগের অধ্যক্ষ শান্তি পোখরেল, অধ্যাপক গোবিন্দ শর্মা, অতিথি অধ্যাপক কল্লোল রায় এবং বিশ্বজিৎ রুদ্রপাল। এছাড়াও সংস্কৃত বিভাগের স্নাতকোত্তর প্রথম ও তৃতীয় সত্রের ছাত্রছাত্রীরা, গবেষক-গবেষিকা গণ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গীতাশ্লোকোচ্চারণের দ্বারা মঙ্গলাচরণ করেন বিভাগীয় গবেষিকা তানিয়া পাইন। এই কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করেন ড. কল্লোল রায়।

গীতাবিষয়ক বক্তব্য রাখেন বিভাগীয় গবেষিকা বিজয়ালক্ষ্মী শর্মা। তিনি গীতার মুখ্য তিন স্তম্ভ কর্ম, জ্ঞান ও ভক্তির বিষয়ে বলেন। ড.বিশ্বজিৎ রুদ্র পাল শ্রীমদ্ভগবদ্গীতার জীবনোপযোগী কিছু তত্ত্ব তুলে ধরেন। স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্র সৌরভ নাথ, গবেষিকা অনিমা রায় বিশ্বাস গীতা বিষয়ক বক্তব্যের মাধ্যমে গীতা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করেন। সংস্কৃত বিভাগের অধ্যক্ষ শান্তি পোখরেল গীতার কর্মযোগের উপর জোর দেন এবং প্রত্যহ গীতা পাঠের কথা বলেন। অধ্যাপক গোবিন্দ শর্মা গীতার শ্লোকের দৃষ্টান্ত দিয়ে কর্মযোগের শ্রেষ্ঠত্বের কথা বলেন। এরপর সমবেত কন্ঠে গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয়াধ্যায়ের পাঠ করা হয়। অন্তিমে ধন্যবাদ জ্ঞাপন ও শান্তিমন্ত্র পাঠের মাধ্যমে গীতা জয়ন্তী সমারোহ অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *