অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম, দক্ষ নার্সিং স্টাফ বাপ্পা মজুমদারের তৎপরতায় রক্ষা পেল মা ও নবজাতক

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : দক্ষ নার্সিং স্টাফ বাপ্পা মজুমদারের তৎপরতায় রক্ষা পেল মা ও নবজাতক। অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন এক মহিলা। ঘটনাটি ত্রিপুরার অমরপুর মহকুমার। বাপ্পা মজুমদারের একাজ সমাজে এক অনন্য মানবিক দৃষ্টান্ত হয়ে দাঁড়াল।

জানা যায়, অমরপুরের বীরকুমার পাড়া থেকে মহকুমা হাসপাতালে আনা হচ্ছিল এক প্রসববেদনায় কাতর গর্ভবতী মহিলাকে। কিন্তু পথেই শুরু হয় প্রসব বেদনা তীব্র আকারে। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে ১০২ অ্যাম্বুলেন্সে কর্তব্যরত নার্সিং স্টাফ বাপ্পা মজুমদার তাঁর অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে চলন্ত গাড়িতেই সফলভাবে মহিলার প্রসব করান।

হঠাৎ উদ্ভূত জরুরি পরিস্থিতি সামাল দিতে তিনি কোনও সময় নষ্ট না করে প্রয়োজনীয় চিকিৎসা-ব্যবস্থা গ্রহণ করেন। তাঁর তৎপরতায় অ্যাম্বুলেন্সেই জন্ম নেয় একটি সুস্থ শিশু। মা ও নবজাতক দু’জনেই নিরাপদে পৌঁছে যান অমরপুর মহকুমা হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয়দের মতে, বাপ্পা মজুমদারের এই উদাহরণ নিঃসন্দেহে মানবিকতা ও পেশাগত নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর দ্রুত সিদ্ধান্ত ও সাহসিকতাই বাঁচিয়েছে দু’টি প্রাণ। অমরপুর মহকুমা স্বাস্থ্য প্রশাসনও নার্সিং স্টাফের এই ভূমিকার প্রশংসা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *