যানজটের দমবন্ধে ক্লান্ত ভাগাবাজার—সমাধান কোথায়?

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর, সোমবার,
ক্ষিণ কাছাড়ের প্রধান বাণিজ্যকেন্দ্র ভাগাবাজার আজ এক ভয়াবহ সমস্যার নাম—যানজট। প্রতিদিন হাজারো মানুষের আগমন-নির্গমন এই বাজারকে আরও গুরুত্বপূর্ণ করে তুললেও, আশ্চর্যের বিষয় হল এখানে নেই কোনও স্থায়ী ট্রাফিক পুলিশ। ফলে বাজারজুড়ে সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা, যার ভার বইতে হচ্ছে সাধারণ মানুষকেই।

প্রতিদিনের চিত্র এক—বাজারের মাত্র কয়েকশো মিটার পথ অতিক্রম করতে কখনও কখনও লেগে যাচ্ছে ঘণ্টারও বেশি সময়। কর্মজীবী মানুষ থেকে সাধারণ পথচারী—সবাই তাতে জর্জরিত। আরও উদ্বেগজনক হল জরুরি পরিস্থিতিতে এই যানজট অবর্ণনীয় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গর্ভবতী মহিলা বা গুরুতর রোগীকে শিলচর মেডিক্যাল কলেজে নেওয়ার পথে ভাগাবাজারের যানজটই হয়ে যাচ্ছে প্রাণঘাতী বাধা। এমন পরিস্থিতি সভ্য সমাজে অগ্রহণযোগ্যই বলা চলে।

অসমের সীমান্তবর্তী এমন একটি বড় বাজারে ট্রাফিক পুলিশের অনুপস্থিতি স্পষ্ট করে দেয় প্রশাসনিক নজরদারির অভাব। সড়কের অনিয়মিত পার্কিং, হকারদের দখলদারি, চলাচলের নির্দিষ্ট নিয়মের অভাব—সব মিলিয়ে দৈনন্দিন চিত্র হয়ে উঠেছে দুর্ভোগের প্রতিচ্ছবি।

আজ তাই সময় এসেছে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার।
ভাগাবাজারে স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন, যানবাহনের জন্য নির্দিষ্ট লেন নির্ধারণ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং বাজারের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ—এসবই এখন জরুরি প্রয়োজন।

অন্যথায়, আজকের এই যানজট কাল হয়ে উঠবে আরও ভয়াবহ বিপর্যয়ের কারণ। দক্ষিণ কাছাড়ের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে হলে প্রশাসনকে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *