এম নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : কাটিগড়ায় ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। বিজেপির কাটিগড়া মণ্ডল যুব মোর্চার সভাপতি সত্যজিৎ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হল। রবিবার রাতে ২৪ বছরের সত্যজিতের দেহ তার ঘর থেকে ঝুলন্ত উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
কাতিরাইল গ্রামের বাসিন্দা সত্যজিৎ দাস এক মাস আগে মণ্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটিগড়া পুলিশ ও ফরেনসিক দল। দণ্ডাধিকারীর উপস্থিতিতে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুঃখজনক এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে স্থানীয় বিজেপি কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঠিক কী কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তার ভাই জানান, কিছু ঋণ ছিল সত্যজিতের। পিতৃহীন সত্যজিতের এই মৃত্যুতে পরিবার সহ পরিচয় মহল ভেঙে পড়েছে।


