মিজোরামের দাম্পা উপনির্বাচনে ভোট পড়েছে ৮২.৩৪ শতাংশ

বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : মিজোরামের দাম্পা বিধানসভা আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে মঙ্গলবার ব্যাপক হারে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, মোট ৮২.৩৪ শতাংশ ভোট পড়েছে।

বাংলাদেশ সীমান্তসংলগ্ন মামিত জেলায় অবস্থিত এই বিধানসভা কেন্দ্রে মোট ২০,৭৯০ জন নিবন্ধিত ভোটার রয়েছে, যাদের বেশিরভাগই মিজো, চাকমা এবং ব্রু সম্প্রদায়ের।

গত জুলাই মাসে মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-এর বিধায়ক লালরিনত্লুঙ্গা সাইলোর মৃত্যুর ফলে আসনটি শূন্য হয়ে যাওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়।

মিজোরামের দাম্পা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তাদের মতে, কঠোর নিরাপত্তার মধ্যেই সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। দাম্পা কেন্দ্রের ৪১টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। পুরুষ ও মহিলা—দু’ধরনের ভোটারই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এই উপনির্বাচনে মোট ২০,৭৯০ জন ভোটার, যার মধ্যে ১০,১৮৫ জন মহিলা। পাঁচজন প্রার্থীর মধ্য থেকে তাঁরা  উপনির্বাচনে পাঁচদলীয় লড়াই দেখা যাচ্ছে। ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্ট (ZPM) প্রার্থী করেছে মিজো গায়ক ও ধর্মপ্রচারক ভানলালসাইলোভাকে। MNF-এর প্রার্থী দলটির উপসভাপতি ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী আর. লালথাংলিয়ানা। কংগ্রেস মনোনীত করেছে দলটির রাজ্য উপসভাপতি ও প্রাক্তন পরিবহনমন্ত্রী জন রতলুঙ্গলিয়ানাকে। বিজেপি লড়াইয়ে নামিয়েছে লালহমিংথাঙ্গাকে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ব্রিগেডিয়ার টি সাইলো প্রতিষ্ঠিত পিপলস কনফারেন্স দলটি প্রার্থী করেছে এর উপসভাপতি কে জাহমিংথাঙ্গাকে।

আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF)-এর জওয়ানদের ভোটকেন্দ্র ও সীমান্তবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে। ভোট গণনা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *