বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ ও ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) ঘনিয়ালা উপকমিটির সহযোগিতায় মালুগ্রামে ঘনিয়ালা ক্লাবে এক বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ ও কাউন্সেলিং শিবির আয়োজন করে। মোট ৭৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়, স্বাস্থ্যকর্মী ফয়েজা ইয়াসমিন বড়ভূইয়া পরীক্ষাগুলি সম্পন্ন করেন এবং তাদের মধ্যে ৭ জনের ডায়াবেটিসের মাত্রা বেশি পাওয়া যায়। তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ ভবিষ্যতে অনুসরণ করবে।
শিবিরে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ-এর সভানেত্রী বান্দিতা ত্রিবেদী রায়, প্রজেক্ট চেয়ারপার্সন পুষ্পাবতী রায়, সদস্য সুবীর দে, গাইডিং লায়ন সঞ্জীব রায়। ইয়াসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল মতিন খান, জেসমিন বেগম মজুমদার, রিঙ্কি বেগম, ফাতিমা বেগম, প্রসন্ন দাস, রাজু শীল প্রমুখ। লায়ন্স ক্লাব ভ্যালি ভিউ আগামী দিনেও বিভিন্ন দুর্গম এলাকায় আরও কয়েকটি এই ধরনের শিবির আয়োজন করবে।



