বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ইস্ট–ওয়েস্ট করিডরের মহাসড়ক নির্মাণের অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে বৈঠক করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক, খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার গুয়াহাটি থেকে ডিমাহাসাও পৌঁছে নিরিম বাংলো থেকে জাতিঙ্গা রোডের বিভিন্ন নির্মাণাধীন অংশ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
মন্ত্রী কৌশিক রায় জানান, নিরিম বাংলো থেকে জাতিঙ্গা পর্যন্ত ইস্ট–ওয়েস্ট করিডোরের কাজ পর্যালোচনা শেষে তিনি ডিমাহাসাও জেলা কমিশনারের দফতরে এক বিস্তারিত বৈঠকে অংশ নেন। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার প্রথম প্রাধান্য বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা—এই লক্ষ্যে প্রকল্পগুলোর দ্রুত অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী।
এদিন ডিমাহাসাও আবর্ত ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় জাতিঙ্গা–হারাঙ্গাজাও অংশের রাস্তা নির্মাণের অগ্রগতি, কাজের নির্ধারিত সময়সীমা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিমাহাসাও জেলা আয়ুক্ত মুনিন্দ্র নাথ নগাতে, DHAC–এর কার্যনির্বাহী সদস্য ডনপাইনন থাইসেন এবং প্রকল্প পরিচালক যোগেশ রাওয়াত।


