জনজাতিকরণ : উত্তাল গৌহাটি বিশ্ববিদ্যালয় চত্বর

বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : ৬ জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবিতে উত্তাল গৌহাটি বিশ্ববিদ্যালয় চত্বর। কয়েক বছর ধরে অসম রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু ৬ জনগোষ্ঠীর জনজাতিকরণ। এই দাবিকে কেন্দ্র করে সময়ে সময়ে ব্যাপক আন্দোলন, ধরনা ও প্রতিবাদের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করে এসেছে সংশ্লিষ্ট সংগঠনগুলি।

শেহতীয়ায় এই ইস্যু ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। ৬ জনগোষ্ঠী যেখানে জনজাতি স্বীকৃতির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন জোরদার করছে, সেখানে বর্তমান স্বীকৃত জনজাতি গোষ্ঠীগুলি এর তীব্র বিরোধিতা করে আসছে।

এই পটভূমিতেই শুক্রবার বিধানসভায় ৬ জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রসঙ্গ উত্থাপনের প্রস্তুতি নেয় অসম সরকার। আর তার আগের রাতেই গণবিক্ষোভে ফেটে পড়ে গৌহাটি বিশ্ববিদ্যালয় চত্বর।

এবিএসইউ, টিএমপিক, রাভা ছাত্র সংস্থাসহ একাধিক জনজাতীয় ছাত্র সংগঠনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় তীব্র প্রতিবাদ। আন্দোলনকারীদের অভিযোগ—৬ জনগোষ্ঠীকে নতুন করে জনজাতি স্বীকৃতি দেওয়া হলে জন্মগত জনজাতি সম্প্রদায়ের অধিকার খর্ব হবে।

প্রতিবাদী ছাত্রদের দাবি, “জনজাতিকরণ জন্মগত অধিকার; রাস্তায় নেমে প্রতিবাদ করলেই কেউ জনজাতি হয়ে যায় না।” কোনওভাবেই ৬ জনগোষ্ঠীর জনজাতিকরণ মানা হবে না বলে সাফ জানিয়ে তারা আরও দাবি তোলে—এই জনগোষ্ঠীগুলোর উন্নয়নের জন্য সরকার যেন বিকল্প পথ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *