ধলাইয়ে বুথ কমিটি ও বিএলএ-দের প্রশিক্ষণ শিবির কংগ্রেসের

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : আসন্ন অসম রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক শক্তি বাড়াতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে দূরে থাকা কংগ্রেস এবার গদি পুনরুদ্ধারে মরিয়া। এই লক্ষ্যে তৃণমূল স্তরে দলকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।

দলীয় সংগঠনকে চাঙ্গা করতে বুথ, মণ্ডল, ব্লক এবং জেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠনের মাধ্যমে নেতাকর্মীরা ময়দানে নেমে পড়েছেন। এই প্রস্তুতির অংশ হিসেবে, বুধবার ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বুথ কমিটি ও বিএলএ (বুথ লেভেল এজেন্ট)-দের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি রাজন পালিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য। সভায় নির্বাচনী রণকৌশল, বুথ স্তরের কাজ এবং ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়ে বুথ কমিটি ও বিএলএ-দের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও নির্দেশিকা প্রদান করা হয়।

অন্যান্য বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক প্রদীপ গোয়ালা, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা ধলাই বিধানসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটের অন্যতম দাবিদার ধ্রুবজোতি পুরকায়স্থ, শিলচর জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি জালাল আহমেদ মজুমদার, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তাপস দাস, জিলা কংগ্রেস কমিটির সম্পাদক আলতাফ হোসেন লস্কর, জেলা কংগ্রেস কমিটির সম্পাদক আজির উদ্দিন লস্কর, সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের গ্রুপ সদস্য তৈয়বুর রহমান মজুমদার।

এছাড়া, নরসিংহপুর ব্লক কংগ্রেসের সর্বস্তরের কর্মীবৃন্দ এবং মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতিগণ প্রশিক্ষণ শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা আসন্ন নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করতে বুথ স্তরের কর্মীদের ভূমিকার উপর বিশেষ জোর দেন। এই প্রশিক্ষণ শিবির ইঙ্গিত দেয় যে, অসমের রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে ভারতীয় জাতীয় কংগ্রেস পুরোদমে মাঠে নেমে পড়েছে।
এই ধরণের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে কংগ্রেস তাদের ভিত্তি মজবুত করে ক্ষমতা দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *