বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : শুক্রবার অসম বিধানসভার শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে ধলাই কেন্দ্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সহযোগি হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে থাকা মন্ত্রী রূপেশ গোয়ালার সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক নীহাররঞ্জন দাস। সেই সঙ্গে মন্ত্রীর হাতে লিখিত ভাবে একখানা স্মারকপত্র তুলে দিয়ে এগুলি সমাধানের দাবি জানান ধলাইয়ের বিধায়ক।
এদিন মন্ত্রী রূপেশ গোয়ালার হাতে প্রদান করা স্মারকপত্রে উল্লেখিত দাবিগুলির মধ্যে রয়েছে পালংঘাট পুলিশ আউট পোস্টকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা, নরসিংহপুর উত্তর ও নরসিংপুর দক্ষিণ জিপি দুইটির যে সমস্ত অংশ এখনও সোনাই থানার অধীনে আছে তা অবিলম্বে ধলাই থানার অধীনে নিয়ে আসা এবং বৃহত্তর নরসিংহপুর অঞ্চলে অচিরেই একটা পুলিশ আউট পোস্ট স্থাপন করা। মন্ত্রী রূপেশ গোয়ালা রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মার সঙ্গে আলোচনা মর্মে এব্যাপারে বিহীত ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিধায়ক নীহাররঞ্জন দাসকে আশ্বস্ত করেছেন। ধলাই বিধানসভা কেন্দ্রের জনগণের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক স্তরে সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিধায়ক নীহাররঞ্জন দাসের এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। বিধায়কের এহেন কাজের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অনেকে।
এদিকে বৃহস্পতিবার তৃতীয় দিন বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগদান করে ‘বহু বিবাহ বিরোধী বিল’ ও ‘স্কুল শিক্ষা’র উপর গৃহীত বিলের উপর বক্তব্য রাখেন ধলাইয়ের বিধায়ক এবং সরকার কর্তৃক গৃহীত বিল দু’টিকে ঐতিহাসিক তথা যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।


