২৭ নভেম্বর : ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল ৪১ জন মাওবাদী। সব মিলিয়ে আত্মসমর্পণকারীদের মাথার দাম ছিল ১.১৯ কোটি টাকা। জানা গিয়েছে, বুধবার বিজাপুর জেলায় অস্ত্রসস্ত্র সহ আত্মসমর্পণ করে ৪১ জন মাওবাদী। তাদের মধ্যে ১২ জন মহিলা। সব মিলিয়ে তাদের মাথার দাম ছিল ১.১৯ কোটি টাকা। একইদিনে রাজনন্দগাঁও জেলায়ও আত্মসমর্পণ করে আরও এক মাওবাদী দম্পতি।
প্রসঙ্গত, আগামী বছর মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছিলেন, যারা হিংসা ত্যাগ করে মূল স্রোতে ফিরছেন তাদের স্বাগত জানাই। সেই লক্ষ্যে গত কয়েক মাসে ছত্তিশগড় সহ একাধিক জায়গায় আত্মসমর্পণ করেছে বহু মাওবাদী।


