দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : ভারতের প্রখ্যাত সনাতনী ধর্মীয় সেবা প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দিরের নয়া ছাত্রাবাসের দ্বারোদঘাটন করা হয়। বৃহস্পতিবার গুজরাটের মাতুশ্রী কাশিবা হরিভাই গোটি চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক নির্মিত এই ছাত্রাবাসের উদ্ঘাটন করেন ট্রাস্টের অধ্যক্ষ কেশুভাই হরিভাই গোটি, ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের প্রধান সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজ এবং শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যে।
এরপর স্বামী সাধনানন্দজি মহারাজের পৌরোহিত্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং স্বামী প্রণবানন্দজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সমাবেশে উপস্থিত ছিলেন রোজকান্দি চা-বাগানের ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া, মণিয়ারখাল চা-বাগানের কর্ণধার সমীর দত্ত, সমাজকর্মী রূপম নন্দী পুরকায়স্থ, গুজরাট থেকে আগত হরেশভাই মাণিয়া, সোমেন দাশ, স্বপনকুমার দাশ, জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়, কৃষ্ণজীবন দেবনাথ সহ বিভিন্ন সমাজসেবী ও কর্মকর্তা।এই উদ্যোগের মাধ্যমে ছাত্রদের জন্য উন্নত ও সুবিধাজনক থাকার পরিবেশ সৃষ্টি হয়েছে, যা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন সংগঠকগণ।


