বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (KBC) অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী কে? অপশনের তালিকায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। প্রতিযোগী ‘অপশন বি’—অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে ‘সম্পূর্ণ সঠিক উত্তর’ বলতে শোনা যাচ্ছে। AI–নির্মিত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে অসম প্রদেশ কংগ্রেসের চারজন শীর্ষ নেতা-সহ এক প্রাক্তন বিধায়ককে আটক করেছে CID। চাবুয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাজু সাহু–কে আটক করেছে CID। পাশাপাশি অসম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উপেন রাজ নাথ, মাজুলি জেলা কংগ্রেস নেতা জীবেশ্বর গাম, এবং রূপহীর কংগ্রেস নেতা বাহারুল ইসলামকেও আটক করা হয়েছে।
সূত্র অনুযায়ী, সামাজিক মাধ্যমে একটি AI–নির্মিত ভিডিও ছড়ানোর অভিযোগেই এই পদক্ষেপ। অভিযোগ, ‘কৌন বনেগা কৌড়পতি’ শো-এর জনপ্রিয় উপস্থাপক অমিতাভ বচ্চনকে ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করা হয়েছিল, যেখানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়।
ভিডিওটিতে দেখা যায়—অমিতাভ বচ্চন একজন প্রতিযোগীকে প্রশ্ন করছেন “ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী কে?” এবং সেখানে উত্তরে ড. হিমন্ত বিশ্ব শর্মার নাম দেখানো হয়। কয়েকদিন ধরে এই ভুয়া ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু ব্যবহারকারী সেটি শেয়ার করেন।
এই AI ভিডিও ছড়ানোর অভিযোগেই কংগ্রেসের চার নেতাকে আটক করেছে CID।



