বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে—বিগ বি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বানেগা ক্রোড়পতি’ (KBC) অনুষ্ঠানে নাকি প্রশ্ন করা হয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী কে? অপশনের তালিকায় দেখা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। প্রতিযোগী ‘অপশন বি’—অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মার নাম নির্বাচন করলে অমিতাভ বচ্চনকে ‘সম্পূর্ণ সঠিক উত্তর’ বলতে শোনা যাচ্ছে।
কিন্তু বাস্তবে এই ভিডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা তৈরি ভুয়া ভিডিও। একটি অসৎ মহল উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি তৈরি করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে জানা গেছে।
এই ভাইরাল ভিডিওটি যে সম্পূর্ণ ভুয়া—তা স্পষ্ট করেছে মুখ্যমন্ত্রীর কার্যালয়। এক বিবৃতিতে X ও ফেসবুকের মাধ্যমে জানানো হয়, “ইন্টারনেটে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে লক্ষ্য করে ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সকলকে অনুরোধ, এমন ভুয়া ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন এবং সতর্ক থাকুন।”
মুখ্যমন্ত্রীর কার্যালয় আরও জানায়, “এরকম ভুয়া তথ্য তৈরি বা প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অসম পুলিশের সাইবার সেল ইতিমধ্যেই ভিডিওটির উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে।


