গঠন ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি, নিজস্ব লাভে ব্যক্তিগত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : শিলচর শহরের কৃত্রিম যানজট মুক্ত করতে মুখ্যমন্ত্রী ফ্লাইওভার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছেন। এরপর থেকে ফ্লাইওভার নির্মাণ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। কিছু ব্যবসায়ী ফ্লাইওভার নির্মাণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যারদরুন প্রশাসনের পক্ষে এক নাগরিক সভারও আহ্বান করা হয়। সভায়ও ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। তারপরও কিছু ব্যবসায়ী আপত্তি তুলেন। এবার যানজট মুক্ত শহর গড়ে তুলতে গঠন করা হল ফ্লাইওভার বাস্তবায়ন দাবি কমিটি। বুধবার কমিটি গঠনের পর সাংবাদিক সম্মেলন করে আত্মপ্রকাশ করা হয়। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি পদে রয়েছেন কুশুমেসু পুরকায়স্থ এবং সম্পাদক হলেন শান্তনু সূত্রধর।

এ দিন শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কমিটি গঠনের কথা জানিয়ে শিলচর শহরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি সুপার স্মার্ট পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জোরালো দাবি উত্থাপন করেন সভাপতি সম্পাদক সহ সদস্যরা। তাঁরা বলেন, ফ্লাইওভার নির্মাণ হলে বরাক উপত্যকায় তথা শিলচরে বাণিজিক এবং উদ্যোগের এক নুতন দিশা হবে এবং সাধারণ মানুষ এতে লাভাবান হবেন। কিছু ব্যবসায়ী সংগঠন এই উন্নয়নের প্রগতির কাজকে সঠিকভাবে বাস্তবায়ন হতে দিচ্ছে না যা অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। যেসব ব্যবসায়ী নিজেদের ব্যবসার স্বার্থে এই প্রকল্পকে বাস্তবায়ন করতে দিচ্ছেন না তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্লাইওভার নির্মাণ কাজে কোন ব্যবসায়ী সংগঠনের নিজস্ব লাভে ব্যক্তিগত হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। যে সমস্যাগুলোর চারটে ব্যবসায়ী প্রতিষ্ঠান তুলে ধরেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় নবগঠিত কমিটি। শহরের বিভিন্ন এলাকায় যেসব ব্যবসায়ী অবৈধভাবে সরকারি জমি দখল করে আছেন তাঁদের সেই জমিগুলো খালি করে দিতে হবে অন্যথায় বুলডোজার চলবে সাফ জানিয়ে দেন কমিটির সদস্যরা। ফ্লাইওভার নির্মাণে বরাক উপত্যকার সব স্তরের সংগঠনের কর্মকর্তারা একসঙ্গে এসে সহযোগিতা করা আহ্বান জানান তাঁরা। কমিটি ফ্লাইওভার বাস্তবায়নে গণস্বাক্ষর অভিযান শুরু করছে। যাতে করে ফ্লাইওভার নির্মাণে কোন প্রকার বাধার সম্মুখীন না হয়। তারা এও জানান এ নিয়ে তারা গণতান্ত্রিক ভাবে আন্দোলন চালিয়ে যাবেন। তাদের কথায় শিলচরবাসীর স্বপ্নের প্রজেক্ট ফ্লাইওভার হতে হবে, এতে কোন বাধা নয়।

কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি কুশুমেসু পুরকায়স্থ, কার্যকরী সভাপতি বাসুদেব শর্মা, সম্পাদক শান্তনু সূত্রধর।
সহ-সভাপতি মৃগাঙ্ক ভট্টাচার্য, আইনি উপদেষ্টা রাজীব নাথ, সম্পাদক ও লক্ষ্মীকান্ত সিংহ, আনাদি ভট্টাচার্য, শুভাশিস রায়, কোষাধ্যক্ষ পার্থ দাস, সামাজিক মাধ্যম সম্পাদক হীরক সূত্রধর এবং সদস্যরা হলেন করুনা চক্রবর্তী, সুভাষচন্দ্র দাস, রজতকান্তি আদিত্য, বিশ্বজিৎ দত্ত, জয়জিত চৌধুরী, অনুপ দত্ত, দীপক রাণা, মধুমিতা নাগ, তৃপ্তি ঘোষ, ববি রংমাই, অনির্বাণ ভৌমিক, নিপু শর্মা ও অংশুমান ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *