বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : রাজ্যে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর ঘটনা। গোপনে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি দেশবিরোধী চক্র। দরং জেলার খারুপেটিয়ায় এক জেহাদিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মুনসের আলি নামের ওই জেহাদিকে আটক করা হয়।
তেহরিক-এ-তালিবান পাকিস্তান নামের পাক জেহাদি সংগঠনের সঙ্গে মুনসেরের যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে তার যোগাযোগ থাকার তথ্যও পেয়েছে নিরাপত্তা সংস্থা।
বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করেছিল মুনসের আলি।
কিছুদিন আগে তামিলনাড়ু থেকে খারুপেটিয়ায় আসে সে। মুনসের আলির বাড়ি পশ্চিম কামারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


