২৪ নভেম্বর : দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন (Bus accident)। আহত হয়েছেন অনেকে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাডুর টেনকাসি জেলায়।
পুলিশ সূত্রে খবর, একটি বাস মাদুরাই থেকে টেনকাসির দিকে যাচ্ছিল। অন্যটি কাদাইয়ানাল্লুরের দিকে যাচ্ছিল। সেই সময় ইদাইক্কালের কাছে বাস দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছ’জনের। মৃতদের মধ্যে পাঁচ মহিলা এবং একজন পুরুষ ছিলেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৮ জন। সংঘর্ষের তীব্রতা এতটাই তীব্র ছিল যে একটি বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গিয়েছে।
এদিন খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বাস দুর্ঘটনায় ছ’জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের উচ্চমানের চিকিৎসা নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশও দিয়েছেন স্ট্যালিন।


