নেতাজি ছত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান ১৪ ও ২০ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিলচরের অন্যান্য সক্রিয় সেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছত্র যুব সংস্থা (NCYS)-এর রজতজয়ন্তী বর্ষ উদযাপনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর রবিবার সকালে সাংস্কৃতিক শোভাযাত্রা এবং ২০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় শিলচর বঙ্গভবনে আয়োজন করা হবে মহাসমারোহে সমাপ্তি অনুষ্ঠান। এনিয়ে রবিবার হোটেল ইলোরার কনফারেন্স হলে সভানেত্রী মহুয়া ভৌমিকের পৌরহিত্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি দেবাশিস সোম, সাধারণ সম্পাদক দিলু দাস, সহ-সভাপতি ননীগোপাল দেব, কোষাধ্যক্ষ অনুপ দেব, রজত জয়ন্তী উদযাপন কমিটির অর্থ সচিব কৃষাণু ভট্টাচার্য, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস সহ সংগঠনের অনান্য কর্মকর্তা ও সদস্য সদস্যা বৃন্দ,  পাশাপাশি শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও উপস্থিত থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

উপস্থিত সকলেই রজত জয়ন্তী বর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। নেতাজি ছত্র যুব সংস্থার পক্ষ থেকে ব্যাপক উৎসাহের সঙ্গে কয়েকটি আকর্ষণীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শত কণ্ঠে কিংবদন্তি শিল্পীদের সংগীত পরিবেশন, শিশুদের ফ্যাশন শো, মনোমুগ্ধকর কুংফু ও যোগাসন শো, শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন, বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এছাড়াও ১৪ ডিসেম্বরের সাংস্কৃতিক শোভাযাত্রায় শিলচরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন থিম ভিত্তিক দল, বাদ্যযন্ত্র, লোকনৃত্য, শিল্প ও সাহিত্য সংশ্লিষ্ট প্রদর্শনীও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জানানো হয়, রজতজয়ন্তী উদযাপন শুধুমাত্র সংস্থার জন্য নয়, বরং বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন ও মানুষকে একত্রিত করার এক মহতী উদ্যোগ। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এ রজতজয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানটি যেকোনো সময়ের তুলনায় আরও মহৎ, বর্ণিল ও স্মরণীয় হবে বলে আশা প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষে ম্যাগাজিন প্রকাশের ও সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়াও যোগাসন, অংকন, শিশু ও মহিলা দের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক দিলু দাস বলেন, “রজত জয়ন্তী বর্ষ আমাদের ২৫ বছরের সামাজিক কাজের এক গৌরবময় মাইলফলক। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সফল করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

আগামী দিনগুলোতে চূড়ান্ত প্রস্তুতি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। শিলচর বাসীর উপস্থিতি ও পূর্ণ সহমর্মিতা এই মহোৎসব কে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে নেতাজি ছাত্র যুব সংস্থা এর কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *