বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : দিল্লিতে সংঘটিত বিস্ফোরণ ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষিতে শিলচর রংপুরের এক ব্যক্তি সামাজিক মাধ্যমের একটি প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে কাছাড় জেলা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে।
মঙ্গলবার শিলচর রংপুর পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বড়ভূইয়াকে আটক করে পুলিশ। এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের অতিরিক্ত পুলিশসুপার (ক্রাইম) রজতকুমার পাল জানিয়েছেন, নজরুল ইসলাম বড়ভূইয়ার ওই মন্তব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতিও নষ্ট করতে পারে। এতে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মন্তব্যটির পেছনে উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সামাজিক মাধ্যম ফেসবুকে কোনও একজনের পোস্টে কমেন্টে লিখেছেন ‘ইলেকশন ইজ কামিং এহেড’।


