পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : সেবা, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হিন্দিভাষী সমন্বয় মঞ্চ, শিলচর এ বছরও শীতের প্রেক্ষাপটে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য কম্বল ও ব্যবহৃত উপযোগী পোশাক বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। মঞ্চ কয়েক বছর ধরে বরাক উপত্যকার বিভিন্ন চা-বাগান, দুর্গম অঞ্চল এবং পশ্চাদপদ সম্প্রদায়ের মধ্যে এ ধরনের জনসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
রবিবার আয়োজিত এবারের বিতরণ কর্মসূচিতে বড়খলার খরিল চা-বাগান এবং মাসিমপুর গ্রান্ট এলাকার কিছু দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল ও পোশাক বিতরণ করা হয়। তীব্র শীতের আগেই পৌঁছে যাওয়া এই সহায়তা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তি ও আনন্দের কারণ হয়ে ওঠে।
কর্মসূচিতে দিলীপ কুমার, ড. রীতা সিংহ, রাজন কুয়ার, সীমা কুমার, রাজু বর্মা, রাজকমল গিরি, বিশ্বজিত অধিকারী, সুবাস চন্দ, অগ্রতা, জীবন গ্বালা এবং বাবুল বাউরি সহ বহু স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। সকলেই মিলিতভাবে বিতরণ প্রক্রিয়া সুশৃঙ্খল ও সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
কম্বল বিতরণ কর্মসূচির সমন্বয় করেন মঞ্চের সক্রিয় পদাধিকারী রাজন কুয়ার, আর স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন চন্দ্রশেখর গ্বালা। তাঁদের প্রচেষ্টায় পুরো কর্মসূচি মর্যাদাপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও অত্যন্ত সফল হয়।
হিন্দিভাষী সমন্বয় মঞ্চের সদস্যরা আশা ব্যক্ত করেছেন যে ভবিষ্যতেও এ ধরনের জনসেবা কার্যক্রম আরও বিস্তৃত এলাকায় পৌঁছাবে, যাতে সমাজের শেষ ব্যক্তির কাছেও সহায়তা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া যায়।


