বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : বড়খলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কল্যাণ মালাকারের বসতগৃহ পুড়ে ছাই হয়ে যায়। বরাত জোরে রক্ষা পায় পাশে থাকা আরও দু’টি ঘর। রাত আনুমানিক ১০টা নাগাদ বড়খলা প্রথম খণ্ডের বাসিন্দা কল্যাণ মালাকারের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুণের সূত্রপাত ঘটে। আগুণের এতটাই দাপট ছিল আধঘণ্টার মধ্যে সবকিছু ছারখার হয়ে যায়।
এদিকে, স্থানীয়রা বড়খলা থানায় আগুন লাগার খবর দেওয়া হলে অগ্নিনির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে পৌছতে অনেক দেরি হয় ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়।


