বিয়ের ১১ দিন আগে চরম সিদ্ধান্ত মহিলা সাংবাদিকের, উদ্ধার সুইসাইড নোট

বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : গুয়াহাটি মহানগরে চাঞ্চল্যকর ঘটনা। অফিসে গিয়ে চরম সিদ্ধান্ত নিলেন এক নারী সাংবাদিক। গুয়াহাটির একটি বেসরকারি ডিজিটাল নিউজ পোর্টালে কর্মরত ছিলেন রিতুমণি রায় নামের ওই তরুণী সাংবাদিক।

আজ, সকালে অফিসে পৌঁছে আত্মহত্যার সিদ্ধান্ত নেন রিতুমণি। ঘটনাটি ঘটে খ্রিস্টানবস্তিতে অবস্থিত পূর্বোদয় ভবন-এ, যেখানে পোর্টালটির অফিস রয়েছে।

মৃত্যুর আগে পরিবারকে উদ্দেশ্য করে একটি সুইসাইড নোট লিখে রেখে যান তিনি। যদিও তাঁর ডিউটি ছিল দুপুরে, কিন্তু তিনি অস্বাভাবিকভাবেই সকালে অফিসে এসেছিলেন।

৫ ডিসেম্বর ছিল রিতুমণির বিয়ের তারিখ। বিয়ে উপলক্ষে তিনি বন্ধু-বান্ধবদের আমন্ত্রণও করেছিলেন।

রিতুমণির বাড়ি গুয়াহাটির কাহিলিপাড়ায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *