মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : অসম মল্লযুদ্ধ সংস্থার যুগ্ম সম্পাদক পদে মনোনীত হলেন বিশিষ্ট সমাজকর্মী ও স্যালুট তিরঙ্গা অসম প্রদেশের সভাপতি অনুপ সিনহা। সম্প্রতি অসম মল্লযুদ্ধ সংস্থার রাজ্যিক সভাপতি অমল নারায়ন পাটোয়ারী এক সরকারিভাবে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নিযুক্তির কথা ঘোষণা করেন।
অনুপ সিনহা শুধু একজন সমাজকর্মী নন—তিনি অসমের জনকল্যাণমূলক কার্যক্রমের এক অন্যতম অগ্রদূত, ক্রীড়া ক্ষেত্রে উৎসাহী সংগঠক এবং সমাজের নিপীড়িত, অবহেলিত ও অত্যাচারিত মানুষের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। নিজের অক্লান্ত পরিশ্রম, দৃঢ় মনোভাব এবং মানবিক মূল্যবোধের কারণে তিনি বহু মানুষের আস্থা অর্জন করেছেন।
তার এই মর্যাদাপূর্ণ নিয়োগে অঞ্চল জুড়ে দেখা দিয়েছে উচ্ছ্বাস। বিভিন্ন সংগঠন, ক্রীড়াপ্রেমী ও গণমান্য ব্যক্তিরাও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তাদের প্রত্যাশা—অনুপ সিনহার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশের ঐতিহ্যবাহী কুস্তির প্রাচীন রূপ মল্লযুদ্ধ বরাক উপত্যকায় নতুন গতি ও পরিচিতি লাভ করবে।
অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার শ্রীভূমি জেলা সভাপতি উত্তম রিখিয়াসন বলেন, “অনুপ সিনহার মতো একজন গতিশীল নেতৃত্ব মল্লযুদ্ধকে আরও জনপ্রিয় করে তুলবেন, এতে আমাদের অঞ্চলের ক্রীড়া সংস্কৃতি সমৃদ্ধ হবে। অল আসাম এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সাউথ জোন, পাথারকান্দি)-এর সভাপতি এক্স সুবেদার মেজর নির্মল সিংহ তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “মল্লযুদ্ধের পুনর্জাগরণে এই নিয়োগ এক ঐতিহাসিক পদক্ষেপ।
এছাড়াও পল্লীমঙ্গল ক্লাব ও গ্রন্থাগারের সভাপতি বেনুকুমার সিংহ, ভ্রাতৃসঙ্ঘ ক্লাবের বিকি দাস ও অনুপ দাস, ক্রীড়া সংগঠক শঙ্করলাল দাস এবং লালমোহন সিংহসহ বহু গণ্যমান্য ব্যক্তি অনুপ সিনহাকে শুভেচ্ছা জানিয়ে তার প্রতি পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন।
অনুপ সিনহার এই নতুন দায়িত্ব ভারতের এক প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলাকে নবউদ্যমে এগিয়ে নেওয়ার পাশাপাশি বরাক উপত্যকার ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।


