রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : রেম্পের গোলে আশা কিরণ এর ফুটবল খেতাব অর্জন করল হ্যাপি ক্লাব। মতিলাল গোয়ালা মেমোরিয়াল ফুটবলে চ্যাম্পিয়ন হল হ্যাপি ক্লাব। রবিবার মেহেরপুর কাবিউরার মাঠে রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় মেহেরপুর কাবিউরার হ্যাপি ক্লাব ও ইটখলা ক্লাব। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হ্যাপি ক্লাব প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত ১–০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। জয়সূচক গোলটি করেন রেম্প।

খেলা শেষে বিজয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সমাজকর্মী পাপ্পু যাদব, যিনি সংক্ষিপ্ত বক্তব্যে এলাকায় ক্রীড়া চর্চা ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহী হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আশা কিরণ ক্লাবের কর্মকর্তারা, এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর আরও ব্যাপক আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যাতে এলাকার তরুণদের প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হয়। এদিন উপস্থিত ছিলেন পাপ্পু দেবরায়, জয়দীপ চক্রবর্তী, মোহিতরঞ্জন দাস, প্রদীপ গোয়ালা, বিশ্ব নন্দী, বিশাল যাদব সহ এলাকার বিশিষ্টজনেরা। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।


