এলিভেটেড করিডর বন্ধ করুন, ফের আপত্তি জানালো চার ব্যবসায়ী সমিতি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : প্রশানের আয়োজিত নাগরিক সভায় সিদ্ধান্তের পর ফের শিলচর শহরে এলিভেটেড করিডর নিয়ে আপত্তি তুলল ব্যবসায়ী সমিতি। শিলচরের হৃদয় ধ্বংস না করার বার্তা দিয়ে ফের আপত্তি জানালো  শিলচরের চার ব্যবসায়ী সমিতি।
এলিভেটেড করিডরকে বাদ দিয়ে  বিকল্প ব্যবস্থা নেওয়া হোক। যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ হলেও যানজটের সমস্যা দূর হবে না। ফ্লাইওভার নির্মাণকাজের সময় দুই থেকে তিন বছর ব্যবসায়ীরা ক্ষতিগ্ৰস্ত হবেন।তাই বিকল্প ব্যবস্থা অর্থাৎ সেন্ট্রাল রোডকে বাদ দিয়ে অন্য স্থান দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হোক। এছাড়া যানজট নিরসনে শহরের রাস্তার পাশ সম্প্রসারণ করা হোক।

রবিবার শিলচরের একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সমিতির পক্ষে দেবাশিস স্বামী, অসিত দত্ত, নন্দ দুলাল সাহা, প্ৰসেনজিত ভট্টাচাৰ্য, পাৰ্থ প্ৰতীম দাস, নবীন গুলগুলিয়া জানান, প্রস্তাবিত এলিভেটেড করিডোর সম্পর্কে গত ১৯ নভেম্বর বঙ্গ ভবনে জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শিলচরের চারটি ব্যবসায়ীক সমিতি যথাক্রমে সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, প্রেমতলা-হাসপাতাল রোড মার্চেন্ট ডেভেলপমেন্ট কমিটি, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, উত্তর রাঙ্গিরখাড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এতে ক্ষতিগ্রস্ত এলাকার ব্যবসায়ী সংগঠনগুলির দ্বারা প্রস্তাবিত এলিভেটেড করিডোর প্রকল্প সম্পর্কে মতামত তুলে ধরা হয়। তাঁরা জানান, তাঁরা যেসব প্রস্তাব দিয়েছেন তা সরকার  বিবেচনা করবে বলে আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *