বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য বন্ধুর সঙ্গে বের হলে আর ঘরে ফেরা হয়নি তরুণীর। বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল স্কুল ছাত্রী লিসা জমাতিয়ার। দ্রুত গতির বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ হারালো লিসা। এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় শনিবার ত্রিপুরার উদয়পুর মহারানি ফাঁড়ি এলাকায়।
দুর্ঘটনার পর লিসাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার খুমুলুঙ’এর বন্ধু। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মেয়েটির বাড়ি উদয়পুর কিল্লা নোয়াবাড়ি এলাকায়। যদিও পুলিশ ওই যুবককে আটক করেছে।


