পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : শনিবার আসাম বিশ্ববিদ্যালয়ে দু’সপ্তাহব্যাপী রিফ্রেশার কোর্সের সমাপ্তি হল। আসাম বিশ্ববিদ্যালয়ের মালবীয় মিশন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে, সংস্কৃত বিভাগ ও সমাজকর্ম বিভাগের মিলিত প্রচেষ্টায় দুই সপ্তাহব্যাপী এই রিফ্রেশার কোর্স শুরু হয়েছিল ১০ নভেম্বর। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১০৬ জন প্রতিভাগী এই কোর্সে পঞ্জীকরণ করেছিলেন। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই এই কোর্সটি চলেছিল। কোর্সটির বিষয় ছিল, ‘Recent Trends and challenges in Teaching & Research in Language studies and Social Sciences : An Indian Knowledge system Perspective.’ এই বিষয়ের আধারে সর্বমোট ৪৮টি শৈক্ষণিক সত্র অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক অধ্যাপিকা গণ এই শৈক্ষণিক সত্র গুলিতে বিষয়োপস্থাপন করেন। ভারতীয় জ্ঞান পরম্পরার দৃষ্টিতে সাহিত্যক্ষেত্রে, শিক্ষাপ্রদান ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে সমসাময়িক সমস্যা ও সমাধান ইত্যাদি বিষয়ে সত্র গুলিতে আলোচনা করা হয়। সংস্কৃত, হিন্দি ও বাংলা সাহিত্য, আরবি, শিক্ষা বিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, প্রত্নতত্ত্ব, ম্যানেজমেন্ট, সমাজকর্ম, পুঁথিবিদ্যা, লাইব্রেরি সায়েন্স, দর্শন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মাস কমিউনিকেশন ইত্যাদি বিভিন্ন ধারা থেকে বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করেছিলেন। পঞ্জীকৃত প্রতিভাগীদের মধ্যে ৯৬ জন প্রতিভাগী সফল ভাবে এই কোর্সটি করতে সক্ষম হন। কোর্সটির কো অর্ডিনেটর ছিলেন সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ শর্মা এবং সমাজকর্মবিভাগের অধ্যাপক কৈবল্য টি দেশাই।
শনিবার সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্ত। মুখ্য অতিথি রূপে ছিলেন কামেশ্বর সিংহ দরভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য সিদ্ধার্থ শংকর সিংহ। বিশিষ্ট অতিথি ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায়। এছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়ের মালবীয় মিশন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্দেশক আর.বালাকৃষ্ণন এবং উপ নির্দেশক অজয় কুমার সিংহ, IQAC এর নির্দেশক পীয়ুষ পাণ্ডে, সংস্কৃত বিভাগের অধ্যক্ষ শান্তি পোখরেল, সমাজকর্মবিভাগের অধ্যক্ষ গঙ্গাভূষণ এম মোলাঙ্কল প্রমুখেরা উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মসূচির প্রতিবেদন প্রদান করেন কোর্সের কো-অর্ডিনেটর তথা সমাজকর্ম বিভাগের অধ্যাপক কৈবল্য টি দেশাই। আসাম বিশ্ববিদ্যালয়ের মালবীয় মিশন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নির্দেশক আর.বালাকৃষ্ণন এবং উপ নির্দেশক অজয় কুমার সিংহ এই কোর্সটির বিষয়ে বক্তব্য রাখেন। প্রতিভাগীদের মধ্য থেকে কিছু জন কোর্সটিকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। কামেশ্বর সিংহ দরভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য সিদ্ধার্থ শংকর সিংহ ভারতীয় জ্ঞান পরম্পরার মহত্ত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে ভাষণ প্রদান করেন। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিরঞ্জন রায় ভারতীয় জ্ঞান পরম্পরার প্রসঙ্গ টেনে ছাত্র কেন্দ্রিক অধ্যাপনের ওপর গুরুত্ব আরোপ করেন। আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পন্ত বর্তমান দিনে এই ধরনের কোর্সের উপযোগিতা প্রসঙ্গে বলেন। অনলাইন এবং অফলাইন মাধ্যমে উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এই কোর্সের কো-অর্ডিনেটর তথা সংস্কৃত বিভাগের অধ্যাপক গোবিন্দ শর্মা।


