১১ নভেম্বর : দিল্লি বিস্ফোরণের মূল গাড়িটির (আই২০) নম্বরপ্লেট হরিয়ানার। মহম্মদ সলমন গাড়ির মালিক। তাঁর নামেই রেজিস্ট্রেশন। তাঁকে আটক করা হয়েছে। গাড়ির নম্বর HR 26 CE 7674।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি হুন্ডাইয়ের আই২০। যার নম্বরপ্লেট হরিয়ানার। এই গাড়ির মালিকের নাম মহম্মদ সলমন। তাঁর নামেই রয়েছে রেজিস্ট্রেশন। ইতিমধ্যেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে তদন্তকারীদের তিনি জানিয়েছেন অন্য কথা। জনৈক সলমনের দাবি, দেড় বছর আগে এই গাড়িটি দক্ষিণ দিল্লির ওখলার বাসিন্দা দেবেন্দ্রের কাছে বিক্রি করে দেন তিনি। গাড়ি বিক্রির সমস্ত কাগজপত্র পুলিশের হাতে তুলে দিয়েছেন সলমন।
সূত্রের খবর, দেবেন্দ্রর পর এই গাড়িটি হাত বদলে পৌঁছে যায় হরিয়ানার অম্বলার এক বাসিন্দার কাছে। অবশ্য, এই পর্বে একটু ধন্দই রয়েছে তদন্তকারীদের। এরপর কাহিনীতে ‘এন্ট্রি’ হয় তারিকের। তিনি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। এবার তিনি এই গাড়িটি কাউকে বিক্রি করে দিয়েছিলেন কিনা তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, বিস্ফোরণের এই ঘটনায় ইতিমধ্যে প্রাণ গিয়েছে আট জনের। আহত প্রায় ২০ জন। গোটা ব্যাপারটাই এখনও ধোঁয়াশা। ঠিক কীভাবে ঘটল, কেন ঘটল, কারা করল, কিছু স্পষ্ট নয়। এদিন এক পুলিশ আধিকারিক বলেন, ‘আমাদের অনুমান সম্ভবত কেউ প্রচুর পরিমাণ বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। সেটার ফলেই এমন ঘটনা ঘটতে পারে।’
এ দিকে, এই বিপর্যয়ের পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ও নিহত-আহতদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


