১১ নভেম্বর : বলিউডে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বলিউডের ‘হি-ম্যান’। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। আর শেষরক্ষা হল না। কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র। একাধিকবার ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখা গিয়েছে অভিনেতাকে। অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরও আর শেষরক্ষা হল না, শেষমেশ না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেতা । ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তব্ধ ফিল্ম ইন্ডাস্ট্রি।
ধর্মেন্দ্রর পেশাগত জীবন ছিল বহুদূর বিস্তৃত। একজন অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ হিসেবে তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে সকলের মন জয় করেছেন। ১৯৫০-এর দশকের শেষের দিকে ‘ ফিল্মফেয়ার ‘ ট্যালেন্ট হান্টে জেতার পর তিনি ১৯৬০ সালে ‘ দিল ভি তেরা হাম ভি তেরে ‘ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
তিনি বলিউডের ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত। অসংখ্য রোমান্টিক ও অ্যাকশন ছবিতে তাঁর অভিনয় আজীবন দর্শকমনে গাঁথা থাকবে। তিনি তাঁর কর্মজীবনে তিনি একজন সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং পদ্মভূষণ পদক পেয়েছেন। তাঁর মৃত্যুতে ফিল্ম ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি।


