ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : ডিএসএ-র সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে আগামী রবিবার বসছে একদিবসীয় ফাইভ-এ সাইড ফুটবল টুর্নামেন্টের আসর। আয়োজক শিলচর মর্নিং ক্লাব। শুক্রবার শিলচর জেলা ক্রীড়া সংস্থার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নে সাংবাদিকদের ডেকে এসবের জানান দেন আয়োজক কমিটির কর্মকর্তারা। টুর্নামেন্ট হচ্ছে চিন্ময়রঞ্জন দে-র স্মৃতিতে আয়োজিত এই খেলার জন্য দুটি মাঠ প্রস্তুত করা হয়েছে। ক্লাবের স্পোর্টস চেয়ারম্যান প্রাক্তন ফিফা সহকারি রেফারি মৃণালকান্তি রায় ম্যাচ আয়োজন বিষয়ে এদিন সাংবাদিকদের সামনে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সুপার ডিভিশনের চারটি এবং অন্য আরও ২টি দলকে নিয়ে মোট ৬ দলকে দু’টি গ্রুপে লিগ ভিত্তিতে খেলার ছক তৈরি করা হবে বলে জানান। লিগের পয়েন্ট টেবিলে যদি সমতা দেখা দিলে গোলের গড় সংখ্যা এবং সর্বশেষ টসের মাধ্যমে মিমাংসা করে ফাইনালের দল বাছাই হবে। প্রতিযোগিতার রানার্স ট্রফি বাবুল হোড়ের পিতা যতীন্দ্রবিজয় হোড়ের নামে।
মৃণালবাবু জানান, প্রতিটা ম্যাচের নির্ধারিত সময় হবে ১৫+৫+১৫ মিনিট। ফাইনাল ম্যাচ হবে ২০+৫+২০ মিনিট। চ্যাম্পিয়ন দলকে ট্রফি সমেত দেয়া হবে নগদ ১০ হাজার টাকা। রানার্স দল পাবে ট্রফি সহ ৭ হাজার টাকা। ফেয়ার প্লে ১ হাজার টাকা। এছাড়াও রয়েছে ব্যক্তিগত পুরস্কার।
উদ্বোধনীতে অতিথি হিসেবে প্রতিযোগিতার মূল স্পনসরার ফাল্গুনী দে, বাবুল হোড় , জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য সহ স্থানীয় বিধায়ক, সাংসদ মন্ত্রী প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংগঠনের রীতি অনুযায়ী ক্লাবের ৭৫ বয়স উর্ধ্বের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। প্রতিযোগিতায় সিলেক্টর হিসেবে থাকবেন প্রাক্তন ফুটবলার বাহারুল ইসলাম লস্কর।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন সভাপতি রাজকুমার পাল, সহ সভাপতি সুজন দত্ত, কোষাধ্যক্ষ প্রদ্যুৎ দাস, দীপেন্দু দে, বাপী দেওয়ানজি প্রমুখ। প্রসঙ্গত, বিধিগত কারণে সিনিয়রদের নিয়ে এটাই তাদের শেষ ফাইভ এ সাইড ফুটবল টুর্নামেন্ট আয়োজন। এই ফরম্যাটে খেলা আয়োজন না করে অন্যভাবে প্রতিযোগিতার আয়োজন করবেন বলেও জানান ক্লাব কর্মকর্তারা। টুর্নামেন্টে অংশ নেবে টাউন ক্লাব, ইন্ডিয়া ক্লাব, অভিনব ক্লাব, তারাপুর এসি, শিলচর স্পোর্টিং, লেনোরেল এফসি ও রংমাই নাগা ইয়ুথ অ্যাসোসিয়েশন।


