বরাক তরঙ্গ, ১০ নভেম্বর: জনজাতি অংশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। জনজাতি ছেলেমেয়েদের শিক্ষার গুণগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে এই সরকার জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছে।
জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে সোমবার আগরতলায় মহারানি তুলসীবতি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত জনজাতি বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিটি অ্যাসপিরেশন্যাল ভিলেজকে মডেল ভিলেজ হিসেবে তৈরি করার উপর জোর দিয়েছেন। সেই দিশায় কাজ করছে রাজ্যের বর্তমান সরকারও। প্রধানমন্ত্রী বনবন্ধু কল্যাণ যোজনায় জনজাতি অংশের মানুষের কল্যাণে বিভিন্ন কাজ রূপায়ণ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে নজর দেওয়া হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় ২৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এজন্য প্রায় ২৩ কোটি টাকার অধিক ব্যয় করা হয়েছে। প্রায় ৯,৩২৬ জন বেনিফিশিয়ারিকে এই সহায়তা প্রদান করা হয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে ইচ্ছুক জনজাতি ছেলেমেয়েদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করছে সরকার। জনজাতি হোস্টেলগুলিতে ১৭০ জন হোস্টেল ওয়ার্ডেন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের প্রায় ৫০টি হোস্টেলে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য ১৯ কোটি টাকা দেওয়া হচ্ছে। জুম চাষীদেরকেও আর্থিক সহায়তা প্রদান করার ব্যবস্থা হয়েছে। এছাড়া এক্সটার্নাল এইডেড ফান্ডের মাধ্যমে জনজাতিদের বিভিন্নভাবে কল কল্যা চেষ্টা করা হচ্ছে।


