১ জানুয়ারি থেকে মধ্য শহর সাংস্কৃতিক সমিতির ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : ১ জানুয়ারি থেকে শুরু হবে শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সমিতির ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান। মঙ্গলবার বর্ষপূর্তি অনুষ্ঠান প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে অনুষ্ঠানের সূচি তুলে ধরেন আয়োজকরা। সংস্থার সদস্যরা জানান, মধ্য শহর সাংস্কৃতিক সমিতির ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানের সূচনা হবে আগামী ১ জানুয়ারি।
ওই দিন সকালে বেলা ৮ টায় ক্লাবে প্রঙ্গনে সমিতির পতাকা উত্তোলন ও গান্ধীভাগে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। ঐ দিন শিলচর নরসিংতলা ময়দানে সন্ধ্যা ৬ টায় আগরতলা থেকে আগত মেয়েদের পরিচালিত খ্যাত নামা ব্যান্ড মেঘ পালিকার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি চলবে তিন দিন। সবাইকে অনুষ্ঠানে অংশ নিয়ে সফল করে তোলার সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক অজয় চক্রবর্তী, অভ্যর্থনা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডনবস্ক স্কুলের শিক্ষিকা রুমলি ভট্টাচার্য, বিশিষ্ট ব্যবসায়ী মুলচাঁদ বৈদ প্রমুখ।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।