চিরপ্রতিদ্বন্দ্বী টাউনকে হারিয়ে সুপার ডিভিশনের ফাইনালে ইন্ডিয়া ক্লাব
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটের ফাইনালে উঠলো গেল ইন্ডিয়া ক্লাব। তারা সোমবার সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে ৩ উইকেটে চিরপ্রতিদ্বন্দ্বী টাউন ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে ১৫০ রান করে টাউন ক্লাব। প্রসেনজিৎ সরকার অপরাজিত ৪৪ এবং অধিনায়ক ইয়াসির আলি ৩৬ রান করেন। অতিরিক্ত ২৫। ইন্ডিয়া ক্লাবের স্পিনার সুদর্শন সিনহা চার উইকেট নেন। দুটি পান অধিনায়ক যোগেশ্বর ভূমিজ।
জবাবে ৩৬.২ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান করে ফেলে ইন্ডিয়া ক্লাব। তাদের অমিত যাদব অপরাজিত ৩৭ এবং প্রশান্ত সনোয়াল অপরাজিত ১৯ রান করেন। অষ্টম উইকেট জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ ৩৯ রান। সাগর ছেত্রী তিনটি এবং অনিকেত বাস্ফর দুই উইকেট নিলেও ইন্ডিয়া ক্লাবকে আটকাতে পারেননি। ম্যাচ সেরা হয়েছেন সুদর্শন। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ইউনাইটেড ক্লাবের মোকাবিলা হবে ইটখলা এসি- র বিরুদ্ধে ।

