বি ডিভিশন ফুটবলের সেমিতে রূপম

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার ওষধিপ্রসাদ দত্ত বি ডিভিশন ফুটবলের সেমিফাইনালে চলে গেল রূপম সাংস্কৃতিক সংস্থা। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে সোমবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা হারায় বিজয়ী সংঘকে। টাইব্রেকারে। ৫-৪ ব্যবধানে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময় ছিল ২-২। ইমানুয়েল চরৈয়ের জোরা গোলে ৯ মিনিটের মধ্যে ২-০ এগিয়ে যায় রূপম।
৫ ও ৯ মিনিটে গোল করেন ইমানুয়েল। বিরতির পর আক্রমণে জোর দেয় বিজয়ী সংঘ। ৪৬ মিনিটে রাজদীপ গোয়ালার গোলে ব্যবধান কমায় তারা। ৬৬ মিনিটে সমতা আনেন শাহরুখ আহমেদ মজুমদার। ম্যাচ সেরার পুরস্কার পান রূপমের লালকানজুয়েল মার। তাঁর হাতে ট্রফি তুলে দেন প্রাক্তন ফুটবলার হিরন্ময় দাস।

মঙ্গলবার হবে দু’টি কোয়ার্টার ফাইনাল। খেলবে স্টুডেন্ট এসি-অগ্রণী ক্লাব ও টেবিল টেনিস ক্লাব-শিলচর ফ্রেন্ডস ক্লাব।