বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ভারতের গৌরবগাথা বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস’-এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল “বিপন্ন একাত্তর : মুক্তির দিশা কোথায়?” বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি-সাংবাদিক
অতীন দাশ, ফোরামের সংযোজক তথা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, ভাষা সেনানী সুনীল রায়, লেখক সুবীর রাজ, সমাজকর্মী সৌমিত্র দত্তরায়, লেখক দীপঙ্কর ঘোষ, অধ্যাপক নবেন্দু বণিক প্রমুখ।
সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। একাত্তরের যুদ্ধে ভারতের কাছে অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল পাকিস্তান। ভারতের বীর সেনানী এবং মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হয় অনুষ্ঠানে। বাংলাদেশের বিপন্ন স্বাধীনতা পুনরুদ্ধারে রাষ্ট্রপুঞ্জকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।


