কাছাড়েও এআইডিএসও’র ৭০ তম প্রতিষ্ঠা দিবস পালন
বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার বিভিন্ন স্থানে ২৮ ডিসেম্বর ছাত্র সংগঠন এআইডিএসও’র ৭০ তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সকাল ৯ টায় সংগঠনের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য। এরপর অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য।
তিনি বলেন, ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর হাতে গোনা কয়েক জন ছাত্রকে নিয়ে বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছিল এআইডিএসও। গত সাত দশক ধরে শিক্ষার উপর নেমে আসা আক্রমণের বিরুদ্ধে সংগঠনে নিরলস ভাবে সংগ্রাম চালিয়ে গেছে। আজ অন্যান্য পরিষেবার মতো শিক্ষাকেও পণ্য হিসেবে তুলে ধরা হয়েছে। “টাকা যার শিক্ষা তার” এই নীতি চালু হয়েছে। নয়া জাতীয় শিক্ষা নীতি ২০২০ প্রবর্তন করে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে তৎপর হয়েছে সরকার। তিনি শিক্ষার ধারাবাহিক ভাবে নেমে আসা এই আক্রমনের বিরুদ্ধে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগঠিত করার আহ্বান জানান।
এছাড়া এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ।