৭২ ঘন্টায় ৭০ ফুটের সেতু তৈরি সেনা জওয়ানদের

২৭ জুন : মাত্র ৭২ ঘন্টা, তার মধ্যেই ৭০ ফুটের আস্ত একটা সেতু বানিয়ে ফেললেন সেনাবাহিনীর জওয়ানরা। বন্যাবিধ্বস্ত সিকিমে পুনর্গঠনের কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছেন বর্ডার রোড অর্গানাইজেশন ও ত্রিশক্তি কোরের সেনা জওয়ানরা। তাঁরাই ডিকচু-সংকলং রাস্তায় ডেট খোলার উপর এই সেতুটি নির্মাণ করেন।

উত্তর সিকিমে সাম্প্রতিক বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু জায়গায় এখনও যোগাযোগ স্থাপন করা যায়নি। লাগাতার বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই বেইলি ব্রিজটি তৈরি করা রীতিমতো চ্যালেঞ্জিং ছিল। কিন্তু সেনাবাহিনী ও বিআরও কর্মীরা সেই অসাধ্য সাধন করেছেন। এই সেতুটি তৈরি হওয়ায় মঙ্গন জেলার একটি অংশের মানুষকে দ্রুত খাবার ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। সিকিমের বনমন্ত্রী ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব পিন্টসো নামগিয়াল লেপচা সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News