বন্দরে বন্দুকবাজের হামলা, মৃত্যু ৭ শ্রমিকের

১০ মে : পাকিস্তানের গদর বন্দরের কাছে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ৭ শ্রমিকের। এই ঘটনাকে জঙ্গি হামলা বলে দাবি করেছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি। দোষীদের রেয়াত করা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার গদর বন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটে। সেখানকার একটি আবাসিক কোয়ার্টারে ঘুমিয়েছিলেন শ্রমিকরা। অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ৭ জনকে গদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁদের। জখম হয়েছেন আরও কয়েকজন। মৃতরা পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, এই ঘটনার নিন্দা জানিয়েছেন বালোচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়া উল্লাহ লাঙ্গাউ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বালোচিস্তানের বিভিন্ন প্রশাসনিক কর্তা সহ উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

Author

Spread the News