৯ ডিসেম্বর : জাপানের উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরই সেদেশের উত্তর-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এদিন স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতায় জানায়, এই কম্পনের পর প্রায় তিন মিটার উঁচু ঢেউ দেখা যেতে পারে। যার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি জাপানের উত্তর ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কাঁপিয়ে তোলে। হোক্কাইডো, আওমোরি এবং ইওয়াতে সতর্কতা জারি হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিডিওতে ঝাড়বাতি ও গাড়ি কাঁপতে দেখা গিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, কম্পন এক মিনিটের বেশি স্থায়ী ছিল।


