গৌরীশঙ্কর রায় স্মৃতি সি ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে ৬৪টি দল
উদ্বোধনী দিনে জয়ী যুব সমাজ ও সারস্বত ক্লাব
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শিলচর ডিএসএ-র গৌরীশঙ্কর রায় স্মৃতি সি ডিভিশন নকআউট ক্রিকেট শুরু হল। ৬৪টি দল এই আসরে অংশগ্রহণ করছে। সোমবার সকালে উদ্বোধনী ম্যাচের আগে ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, সহসচিব অজয় কুমার রায়, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, আম্পায়ার সচিব হিমাদ্রি শেখর দাস সহ স্পনসর পরিবারের সঞ্জীব রায় ও তাঁর স্ত্রী বন্দিতা রায়।
সোমবার দুটি ম্যাচ হয়। জেতে যুব সমাজ ক্লাব ও সারস্বত ক্লাব। ইন্ডিয়া ক্লাব মাঠে প্রথম ম্যাচে তরুণ সংঘকে ৮ উইকেটে হারায় যুব সমাজ। দ্বিতীয় ম্যাচে সারস্বত ৭ রানে হারায় রূপম ক্লাকে। টস জিতে ব্যাটিং নেয় তরুণ সংঘ। তারা ১৩.১ ওভারে ৬৮ রানে অলআউট হয়ে যায়। দলের সাবির হুসেন ২৩ ও ‘পরমানন্দ দাস করেন ১৯ রান। যুবসমাজের জরির আহমেদ ৪ ও সুজন দাস নেন ৩ উইকেট। যুবসমাজ ৬.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৯ রান করে। তাদের রণজিৎ দাস ১৯, কল্পজিৎ দাস ১৬ ও কার্তিক দাস করেন ১১ রান।
দ্বিতীয় ম্যাচে সারস্বত ১৭.৪ ওভারে ১২৫ রানে অলআউট হয়। তাদের সি শুক্লবৈদ্য ও জয়প্রকাশ উপাধ্যায় উভয়ে করেন ২৩ রান। তিনটি করে উইকেট নেন রূপমের পিনাক দেব ও বাবলু দাস। রূপম নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৮ রানে থেমে যায়। তাদের শাহিন আহমেদ ৫১ রান করলেও সেটা কাজে আসেনি। পিনাক দেব করেন ২০ রান। সারস্বতের রাহুল ধোবি ৪ উইকেট দখল করেন। শিবরাজ ধোবি পেয়েছেন দুটি। মঙ্গলবার ম্যাচ নেই। বুধবার খেলবে কাছাড় স্পোর্টিং ক্লাব-ইয়ং কর্নার ক্লাব ও তারাপুর স্পোর্টিং ক্লাব-শিলচর হুলিগান এফসি।