৬ জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে গণ সমাবেশ শিলচরে

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : শিলচরেও ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে প্রতিবাদ। শুক্রবার শিলচর নরসিংটোলা ময়দানে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কাছাড় জেলা কমিটির নেতৃত্বে অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন, মিচিং স্টুডেন্টস ইউনিয়ন, কার্বি স্টুডেন্টস ইউনিয়ন, রাভা স্টুডেন্টস ইউনিয়ন সম্মিলিত ভাবে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশের আয়োজন করেন।

এদিন অল ডিমাসা স্টুডেন্ট ইউনিয়ন কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে ছয় জাতিগোষ্ঠীর জনজাতীয়করণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলে। কর্মকর্তারা জানান, ছয় জাতিগোষ্ঠীকে জনজাতীয়করণ তাঁরা মেনে নেবে না।এর বিপরীতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, তাই-আহোম, মরাণ
মটক, কোচ রাজবংশী, চুতিয়া ইত্যাদি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে তপসিলি জনজাতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য আন্দোলন করে আসছে। ইতিমধ্যে অসম সরকার এব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বলে তাঁরা জানিয়েছেন। এ দিন এক প্রতিবাদী মিছিলও বের করেন সংগঠনগুলোর কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *