বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃত্যু ৫৬ জনের মৃত্যু, নিখোঁজ ২১ জন

২৮ নভেম্বর : ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত ৫৬ জনের মৃত্যু ও আরও ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দ্বীপদেশটির গণমাধ্যমগুলো। মধ্যাঞ্চলীয় চা-উৎপাদনকারী জেলা বাদুল্লায় ভূমিধসে ঘরের ভেতর চাপা পড়ে ২১ জন নিহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওতে ছোট-বড় শহরগুলোতে বন্যার জলে বাড়িঘর ভেসে যেতে দেখা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

আবহাওয়ার এমন রোষে ১২ হাজার ৩১৩টি পরিবারের ৪৩ হাজার ৯৯১ জন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ডিএমসি। ঝড়ে ৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে, একাধিক জেলার ৬৬৬টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উজানের এলাকাগুলোতে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় কেলানি নদী উপত্যকার নিচু এলাকাগুলোতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে শ্রীলঙ্কার সেচ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *