বাড়িতে হানা দিয়ে ৫০ লাখ টাকার হেরোইন উদ্ধার, আটক ১

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই আবারও চুরাইবাড়ি থানার ওসির তৎপরতায উদ্ধার অর্ধ কোটি টাকার হেরোইন সহ ধৃত পাচারকারী। অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে ফের ত্রিপুরা পুলিশের হাতে ধরা পড়ল হেরোইন।  জানা গেছে, শনিবার রাতে কুড়ি লক্ষ টাকার হেরোইন সমেত বাহার উদ্দিন নামের এক পাচারকারীকে আটক করেন ওসি। তার চব্বিশ ঘণ্টা যেতে না যেতেই রবিবার রাতে ফের ৫০ লাখ টাকার হেরোইন আটক করে জেলা পুলিশ আধিকারিকদের প্রশংসা কুড়ালেন ওসি সমরেশবাবু। রবিবার রাত নয়টা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে থানার ওসি দলবল নিয়ে পশ্চিম চুরাইবাড়ি থানাধীন চুরাইবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে থাকা জনৈক মঈন উদ্দিন বাড়িতে অভিযান চালিয়ে আলমারির ভেতর থেকে একটি সাদা ব্যাগে মোড়ানো আট প্যাকেটে মোট ৪৫৬ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সঙ্গে আটক করা হয় বাড়ি মালিক তথা হেরোইন কারবারি মঈনকে। এমর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তি অভিযান নেমে পুলিশ এই সাফল্য পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা মত হবে। পুলিশ সুপার আরও জানান উদ্ধার হওয়া হেরোইন গুলি অসমের কাঁঠালতলি এলাকা থেকে ত্রিপুরা উত্তর জেলায় বিক্রির করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। ধৃতের বিরুদ্ধে স্থানীয় থানার পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্তে শুরু করেছে। পুলিশ ধৃত হেরোইন কারবারি মঈন কে সোমবার পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Author

Spread the News