বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : ইন্দো-মায়য়ান্মার সীমান্তে উত্তেজনা। মণিপুরের তেংনৌপাল জেলার ইয়াংউপোকপি এলাকায় অবস্থিত ৩ নম্বর আসাম রাইফেলসের এক পোস্টে শুক্রবার ভোরে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা চালিয়েছে। হঠাৎ চালানো এই আক্রমণে আসাম রাইফেলসের পাঁচজন জওয়ান আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত জওয়ানদের উদ্ধারে দ্রুত সেনাবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে জানা গেছে।
সংবাদ সূত্রে জানা যায়, সীমান্তের ইয়েংপোকপিতে পিএলএ-নেতৃত্বাধীন জঙ্গিদের আরপিজি আক্রমণে আসাম রাইফেলসের পাঁচ জওয়ান আহত হয়েছেন। ছবি প্রতীকী।


