শিলচরে ৫ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার দম্পতি সহ চার
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শিলচর নাজিরপট্টির এক হোটেলে সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়ল চারজন। রবিবার এই অভিযানে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় পাঁচ কোটি টাকা।পাকড়াও করা হয়েছে দুই পুরুষ ও দুই মহিলাকে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা স্বামী-স্ত্রী, সঙ্গে ছিল তাদের এক বছরের শিশুকন্যাও। ধৃত চারজন হল লুঙ্গিনমাঙ হাওকিপ (৩২) ও তার পত্নী চিন্নেইবং হাওকিপ (২৬) এবং অন্য এক পুরুষ লিয়াসাঙ্গা লুনকিম (২৭) ও এক মহিলা সোফিয়া হাতেইতেম (৩২)। তাদের সঙ্গে থাকা শিশু কন্যা লুঙ্গিণমাং ও চিন্নেইবংয়ের সন্তান। কুকি জনগোষ্ঠীর এই চারজন মণিপুরের চোড়াচাঁন্দপুর জেলার বাসিন্দা।
জানা গেছে দিন কয়েক আগে এরা শিলচরে এসে উঠেছিল নাজিরপট্টির ওই হোটেলে। তারা চারজন ছিল হোটেলের দু’টি কক্ষে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিআরপিএফ ও পুলিশের দল এদিন বিকেলে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তাদের কাছে পাওয়া যায় প্লাস্টিকের প্যাকেটে মোড়া ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে সে অনুযায়ী এরা চুড়াচাঁন্দপুর থেকে মিজোরাম হয়ে শিলচরে এসেছিল। বর্তমানে কাকে সমঝে দেওয়ার জন্য এরা ট্যাবলেট নিয়ে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।