বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাছাড় পুলিশকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪.৬৫ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বাহিনী।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঝুজাং পাহাড় এলাকার কাছে অভিযান চালিয়ে ৫০টি সাবান কেস ভর্তি হেরোইন উদ্ধার করা হয়। আসাম রাইফেলস দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে মাদক বিরোধী অভিযানের সামনের সারিতে রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক চক্রের নেটওয়ার্ক ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করছে তারা। বাহিনীর তরফে জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার অভিযানটি মাদক পাচার রোধে এক গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


