শিলচরে HQ IGAR (ইস্ট) পরিদর্শন সাত রাজ্যের ৩৫০ জন পড়ুয়ার

বরাক তরঙ্গ, ৫ জানুয়ারি : আসাম রাইফেলসের উদ্যোগে ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS)-এর সদস্যদের নিয়ে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য ৪ জানুয়ারি শিলচরে অবস্থিত HQ IGAR (ইস্ট) গ্যারিসনে একটি পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়। পরিদর্শনে প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী তাঁদের শিক্ষকদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন কার্যকলাপ প্রত্যক্ষ করেন।

পরিদর্শনের শুরুতে সেনা সদস্যদের মনোমুগ্ধকর খুকরি নৃত্যের মাধ্যমে স্বেচ্ছাসেবকদের স্বাগত জানানো হয়, যা সেনাদের বীরত্ব ও যোদ্ধা চেতনাকে তুলে ধরে। পরবর্তীতে ছাত্রছাত্রীরা অস্ত্র প্রদর্শনী প্রত্যক্ষ করেন, যেখানে আসাম রাইফেলস ইউনিটে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেন।
এরপর তাঁরা ড্রোন প্রদর্শনী দেখেন এবং বিভিন্ন ধরনের ড্রোন, তাদের ব্যবহার, সুবিধা এবং অপারেশনাল কাজে ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে অবগত হন।

এছাড়াও স্বেচ্ছাসেবকরা সেনাদের আবাসন, প্রশিক্ষণ ও প্রশাসনিক এলাকা পরিদর্শন করেন এবং আসাম রাইফেলসের একজন সৈনিকের জীবনযাপন, দৈনন্দিন রুটিন ও শৃঙ্খলা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন। উল্লেখ্য, এ ধরনের উদ্যোগের মাধ্যমে আসাম রাইফেলস যুবসমাজের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও সেবার মনোভাব জাগ্রত করতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *