বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি: আসাম রাইফেলস ও শিলচর কাস্টমস বিভাগের যৌথ অভিযানে শিলচরের একটি গুদাম থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা মূল্যের নকল সিগারেট উদ্ধার করে। উদ্ধার হওয়া এই নকল সিগারেটের চালানটি শিলচরের মাধ্যমে অন্যত্র পাচারের উদ্দেশ্যে পরিবহণ করা হচ্ছিল। সেসময় বুধবার গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নকল সিগারেট। আসাম রাইফেলস ও শিলচর কাস্টমস বিভাগ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নকল পণ্য পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে।
শিলচরে আসাম রাইফেলসের যৌথ অভিযানে ৩৪ লক্ষের নকল সিগারেট উদ্ধার



