বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : তিনসুকিয়া জেলার পেংরি এলাকার ব্রহ্মজন বুধবার সকালে ৩২ জন সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করলেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের যাচাইয়ের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ওই দলটি লাহরিঘাট থেকে একটি ভ্যানে এসে ব্রহ্মজন এলাকায় পৌঁছায় এবং সেখান থেকে তারা অরুণাচল প্রদেশের দিকে যাচ্ছিল। তাঁদের উদ্দেশ্য ছিল একটি ইটভাটায় কাজ করতে যাওয়া। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসিন্দারা তাঁদের হাঁটু গেড়ে বসিয়ে পরিচয়পত্র ও যাত্রাপথ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আমরা ব্রহ্মজন এলাকায় ৩২ জন সন্দেহভাজন বাংলাদেশিকে ধরেছি। তাঁরা লাহরিঘাট থেকে এসেছে, প্রথমে এএসটিসি বাসে এবং তারপর ভ্যানে। তাঁরা জানিয়েছেন, অরুণাচল প্রদেশে ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন।” ওই বাসিন্দা দাবি করেন, আফিকুল রহমান নামে এক ব্যক্তি তাঁদের এখানে নিয়ে আসে। তিনি আরও অভিযোগ করেন, দলটি সম্প্রতি লাহরিঘাটের সরকারি জমি থেকে উচ্ছেদ হয়েছে এবং তারা নাকি জঙ্গলে গিয়ে বসতি স্থাপনের চেষ্টা করছিল। আমরা তাঁদের তদন্তের জন্য পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে এবং আটক ব্যক্তিদের নথিপত্র ও পরিচয় যাচাই করা হচ্ছে।
কয়েক সপ্তাহ আগেই অরুণাচল প্রদেশে একদল বাংলাদেশি নাগরিককে নকল ইনার লাইন পারমিট (আইএলপি) ব্যবহার করে রাজ্যে ঢোকার অভিযোগে আটক করা হয়েছিল। সূত্রের দাবি, অরুণাচল প্রদেশে দীর্ঘদিন ধরে শ্রমিক সংগতি ঘাটতির কারণে দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা নিম্ন অসম থেকে সস্তা শ্রমিকদের এনে বিভিন্ন কাজে লাগায়—যাদের মধ্যে অনেকে অভিবাসী বলে সন্দেহ করা হয়।


